শিরোনাম
◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও)

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা

মনজুর এ আজিজ : এবছর হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৯ এপ্রিল। কোনো রকম বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই এবার নিবিঘ্নে  হজে যাবেন যাত্রীরা। হজযাত্রা নির্বিঘ্ন করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গঠন করেছে ‘হজ টাস্কফোর্স-২০২৫’। চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাবেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। 

হজ ব্যবস্থাপনা সভা সূত্রে জানা গেছে, আগামী ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। এরআগে ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হজ কার্যক্রমের উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। হজযাত্রীদের দুর্ভোগ লাঘব এবং উন্নত সেবা দিতে হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন এবং এ সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়।
হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্স সমানভাবে ৫০ শতাংশ করে যাত্রী বহন করবে (৪৩ হাজার ৫৫০ জন করে)। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে। ফ্লাইট শিডিউল অনুযায়ী মদীনায় যাবে ২০ শতাংশ এবং মক্কায় যাবে ৮০ শতাংশ হজযাত্রী।

সভার সিদ্ধান্তগুলো হচ্ছে- হজ ফ্লাইটগুলো হবে সম্পূর্ণ ডেডিকেটেড এবং ওভারল্যাপিং নিষিদ্ধ; শাহজালাল বিমানবন্দরে সৌদি ইমিগ্রেশনের ‘এরাইভাল’ কার্যক্রম সম্পন্ন করতে হবে; হজ টিকিট সরবরাহে এয়ারলাইন্সগুলো হাবের সঙ্গে সমন্বয় করে কাজ করবে; শাহজালালে দুটি বোর্ডিং ব্রিজ হজযাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে; হজ অফিস আশকোনা ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে; মোবাইল কোর্ট পরিচালিত হবে হজ ক্যাম্প ও আশপাশের হোটেল/রেস্তোরাঁগুলোতে। এছাড়া শাহজালালে নারী-পুরুষের জন্য আলাদা নামাজের জায়গা, হ্যান্ড স্যানিটাইজার, বিশুদ্ধ পানি, মশা নিধন কার্যক্রম নিশ্চিত করা হবে। ছুরি, ব্লেড, স্বর্ণালংকার, সিগারেট, মদ, পান, জর্দা ইত্যাদি বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হজযাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। এবার ঢাকা থেকে সব হজ ফ্লাইট ‘রোড টু মক্কা’ কার্যক্রমের আওতায় পরিচালিত হবে। হজ কার্যক্রমের মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন, বিমানে হজ বিষয়ক ভিডিও প্রদর্শন এবং বাংলা ভাষাভাষী কেবিন ক্রু নিয়োগ করা হবে। হজ শেষে জমজমের পানি সরবরাহ সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং করা হবে। অতিরিক্ত ১০ শতাংশ পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৯৪১টি হজ এজেন্সি। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ১-এর খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।
এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া ওই অনুষ্ঠানে বলেন, শাহজালাল কেন্দ্রিক হজযাত্রীরা যেন কোনও ধরনের বিড়ম্বনার শিকার না হন তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি এরাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব হবে। তিনি বলেন, হজযাত্রীদের যাতে কোনও রকমের সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য আমাদের টিম সদা কাজ করতে প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়