শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা (ভিডিও)

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তারা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘মার্চ টু যমুনা’।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। ৯টার দিকে তারা রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে তাদের বাধা দেন পুলিশ। সেখানে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেন।

এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। পরে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন।

তবে পুলিশ কর্মকর্তারা জানান, যে দাবি নিয়ে তারা এসেছেন, তা কেবল সংশ্লিষ্ট দপ্তর কিংবা মন্ত্রণালয়ের কাছে দিতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর কোনো স্মারকলিপি দিলেও সেটা সংশ্লিষ্ট দপ্তর হয়ে আসবে।

প্রার্থীরা পুলিশের এমন প্রস্তাবে রাজি না হওয়ায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের কয়েকজনের একটি প্রতিনিধিদলকে যমুনায় নেওয়া যাবে কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার বিষয়টি জানান।

পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে সেখানে আটকে রেখেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়