শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন জেলার বাসিন্দারা চার দিনের ছুটি পাচ্ছেন

চার দিনের ছুটি পাচ্ছে দেশের পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে আগামী সোমবার (১৪ এপ্রিল)।

জানা গেছে, ইতোমধ্যেই আগামী রবিবার (১৩ এপ্রিল) বাংলা পঞ্জিকার শেষ দিন (৩০ চৈত্র) আসন্ন ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে (১৩ এপ্রিল) পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরেরদিন সোমবার (১৪ এপ্রিল) বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ শুভ বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগের দুদিন শুক্র (১১ এপ্রিল) ও শনিবার (১২ এপ্রিল) থাকবে সাপ্তাহিক ছুটি। তাই টানা চার দিনের ছুটি পাচ্ছেন পার্বত্য তিন জেলার মানুষ।

আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল এ ছুটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়াও দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।
 
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়