শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ মইনউদ্দিন সম্পর্কে যা জানা গেল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন।

আজ বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

শেখ মইনউদ্দিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগের নিরাপত্তা ও পরিচালনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান কর্মস্থল ত্যাগ করবেন।

অবকাঠামো খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মার্কিন প্রবাসী শেখ মইনউদ্দিনের। ২০২৩ সালে তিনি ক্যালিফোর্নিয়ার নিরাপত্তা ও পরিচালনা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন এবং এর আগে ২০১৬ সাল থেকে একই বিভাগের প্রোগ্রাম ও প্রকল্প ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

লস অ্যাঞ্জেলেসের পাবলিক সেক্টরে বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প পরিচালনায় তার ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি লুইসিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন।

শেখ মইনউদ্দিন আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সভাপতির দায়িত্ব পালন করছেন। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়