শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান, আনিসুল, পলকসহ নতুন মামলায় গ্রেপ্তার ১০

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ জনকে গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত।

সোমবার পুলিশের আবেদনের ওপর শুনানি করে তা মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।

এদিন আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তা‌র দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন– সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি সাদেক খান, আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা ও তাজুল ইসলাম তাজু, মহিলা লীগের নেত্রী রোকেয়া জামাল।

আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সালমান এফ রহমানকে একই থানার দুই মামলা, দীপু মনিকে এক মামলা, জুনাইদ আহমেদ পলককে এক মামলায় গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত। এছাড়াও মোহাম্মদপুর থানার মো. সবুজ ও ইলিয়াস হোসেন হত্যা মামলায় সাদেক খানকে গ্রেপ্তা‌র দেখানো হয়। ২০১৫ সালের বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া রাজধানীর কাফরুল থানায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামাল ও তাজুল ইসলাম ওরফে তাজকে গ্রেপ্তা‌র দেখিয়েছেন আদালত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়