শিরোনাম
◈ ফেমডম সেশনের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি: দুই নারী গ্রেফতার, ভিডিও ছড়ানোর অভিযোগে মামলা ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত

একটি ডাকাতির ঘটনা অনুসন্ধানে গড়িমসি করার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে দেরি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

এদিকে সাময়িক বরখাস্তের পর গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে।

এ ঘটনায় বক্তব্য জানতে ওসি তৌহিদ আহম্মেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

ডাকাতির অভিযোগ সম্পর্কে নাম প্রকাশ না করে গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর সড়কে একজন ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি হয়।

ব্যাবসায়ীর বরাতে ওই কর্মকর্তা বলেন, ডাকাতরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গহনাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় গিয়ে কয়েকদিন ঘুরেও মামলা করতে পারেননি। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়