শিরোনাম

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

ভাইরাল হওয়া অস্ত্রের গুদামের ছবি সিলেট ইসকনের নয়: পুলিশ

মাসুদ আলম : সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সিলেটে পাওয়া গেল ইসকন মন্দির নয়, এ যেন একেকটা অস্ত্রের গুদাম!’ শিরোনামে ভাইরাল হওয়া ছবি সিলেট ইসকনের নয় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করেছেন, যেখানে তারা দাবি করেছেন, ‘সিলেটে পাওয়া গেল ইসকন মন্দির নয়, এ যেন একেকটা অস্ত্রের গুদাম!’ প্রকৃতপক্ষে এই ছবিটি সিলেটের ইসকন মন্দিরের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি একটি পুরোনো ছবি এবং অন্য কোনো স্থানের ঘটনা। সিলেট ইসকনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে আছে।

বিজ্ঞপ্তিতে যাচাই না করে এ ধরনের তথ্য শেয়ার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়