শিরোনাম

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে বিমান অভিযান বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে সম্মতি দেয়ার পর ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধের ঘোষণা এল।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের পর ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

লোহিত সাগরে ইসরাইল স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করার প্রেক্ষাপটে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ১৫ মার্চ থেকে হামলা শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট এর আগে জানিয়েছিলেন, হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত অভিযান চলবে।
 
হুতিরা জাহাজে হামলা বন্ধে সম্মত হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সম্মতিকে সম্মান করব এবং তাদের ওপর বোমা হামলা বন্ধ করব।’
 
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা আত্মসমর্পণ করেছে, আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা তাদের কথা মেনে নেব... তারা বলেছে যে তারা আর জাহাজে হামলা চালাবে না।’

একজন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সোমবার রাতে মার্কিন সেনাবাহিনীকে হুতিদের বিরুদ্ধে হামলা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
 
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে তারা মধ্যস্থতা করেছে। ইয়েমেনে হামলা বন্ধে ট্রাম্পের ঘোষণা পর ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওমান জানায়, সাম্প্রতিক দিনগুলোতে আমরা হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সামনের দিনগুলোতে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজসহ অন্য বাণিজ্যিক জাহাজে লক্ষ্যবস্তু করবে না, এর মাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের মসৃণ প্রবাহ নিশ্চিত করা যায়।
 
যদিও হুতিদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়