শিরোনাম
◈ যশোরে পুলিশকে হুমকির অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার ◈ ২৩ বছরের সংগ্রাম সত্ত্বেও জিয়াউর রহমানের নাম নেই: মির্জা আব্বাস ◈ সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ-গণজমায়েত নিষিদ্ধ ◈ এসএসসি উত্তীর্ণদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মাসে ২৫০০ টাকার বৃত্তি, আবেদন করবেন যেভাবে ◈ ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে মোদীর চীন ঘেঁষা কূটনীতি? ◈ আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক ◈ ট্রাম্পের হুঁশিয়ারি বাস্তবায়ন: ভারতকে শাস্তি দিতে আমদানি শুল্ক ৫০% আরোপ ◈ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে যা বললেন সারজিস (ভিডিও) ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশিদের দুঃসময়: পারমিট জটিলতায় ৩০৬ জন আটক, বিমানবন্দর থেকে ফেরত ২৬ জন

মালয়েশিয়ায় শ্রমবাজারে বাংলাদেশের অভিবাসন পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে। পারমিটের অপব্যবহার ও অননুমোদিত কর্মকাণ্ডের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একই সঙ্গে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবেশের চেষ্টাকালে আরও ২৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত ৬ আগস্ট (বুধবার) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাট এলাকায় একটি কারখানায় অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩০৬ জনই বাংলাদেশি এবং বাকি একজন নেপালের নাগরিক।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকার মতো অপরাধের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, অনেকেই 'পরিষ্কারক' পেশার পারমিট থাকা সত্ত্বেও কারখানায় কাজ করছিলেন, যা স্পষ্টতই পারমিটের শর্ত ভঙ্গ।

এক বাংলাদেশি আটক অভিবাসী জানিয়েছেন, তিনি ২০২৩ সালে একজন এজেন্টের মাধ্যমে প্রায় ২০ হাজার রিঙ্গিত (প্রায় ৩ লাখ টাকা) খরচ করে মালয়েশিয়ায় যান। তার পারমিট ‘পরিষ্কারক’ পেশার হলেও এজেন্টের আশ্বাসে তিনি কারখানায় কাজ করেন। তার দাবি, এজেন্ট বলেছিলেন, কারখানার শ্রমিকদেরও ‘পরিষ্কারক’ হিসেবে ধরা হয়।

অন্যদিকে, ৫ আগস্ট (মঙ্গলবার) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল দিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠায় দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের ভ্রমণ পরিকল্পনা সন্দেহজনক ও অসংগতিপূর্ণ ছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এদের সহায়তায় কিছু তৃতীয় পক্ষ সক্রিয় ছিল বলেও সন্দেহ করা হচ্ছে।

তদন্তে আরও জানা যায়, ফেরত পাঠানো ব্যক্তিরা মালয়েশিয়ায় প্রবেশের শর্ত পূরণ করতে ব্যর্থ হন। অনেকের কাছে ছিল না পর্যাপ্ত তহবিল, বৈধ কাগজপত্র কিংবা হোটেল বুকিং সংক্রান্ত প্রমাণ। কারও কারও ভ্রমণ উদ্দেশ্য ছিল অস্পষ্ট, যা অভিবাসন আইন অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।

একের পর এক এই ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনায় মালয়েশিয়ায় কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে। মালয়েশিয়া সরকার জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ আগমনকারীদের ঠেকাতে প্রধান প্রবেশপথগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এমন অভিযান নিয়মিত চলবে। উৎস: জাগোনিউজ ও সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়