শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা: ফোর্ট স্টুয়ার্টে লকডাউন ◈ ৩০ সেকেন্ডের সিদ্ধান্ত বাঁচাতে পারে জীবন: গাড়ি পানিতে পড়লে করণীয়, জানালেন বুয়েটের অধ্যাপক  ◈ বুয়ার বাসায় পলাতক আওয়ামী নেতার কোটি টাকার ডলার, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য (ভিডিও) ◈ ১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো যে কারণে ◈ বক্তব্যের মাঝেই শুরু হলো হট্টগোল, রেগে গেলেন আইন উপদেষ্টা! (ভিডিও) ◈ টিকটক প্রেমের পরিণতি: স্ত্রীকে নিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা ◈ পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার, ৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন জামায়াত নেতা ◈ ৪৫ তলার সমান উচ্চতা থেকে লাফ দিয়ে বিশ্বকে চমকে দিলেন ড. জাকির নায়েক (ভিডিও) ◈ টাকা চু‌রির অ‌ভি‌যোগ থেকে অব্যাহতি পেলেন বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি ফারুক আহ‌মেদ ◈ আমার প্রথম অগ্রাধিকার জাতীয় দল, গ্লোবাল টি-‌টো‌য়ে‌ন্টি নয়: সোহান

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১১:৪৩ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে পুলিশকে হুমকির অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

ইমরুল কায়েশ, যশোর: যশোরের কেশবপুরে থানায়  প্রবেশ করে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের নেতা অজিয়ার রহমানকে  গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (০৬ আগস্ট) দুপুরে যশোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আইনজীবী অজিয়ার রহমান কেশবপুর উপজেলা পেশজীবী পরিষদের সভাপতি এবং ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ছিলেন। 

এর আগে গত রোববার কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে থানায় অজিয়ার রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় আজ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এসআই মকলেসুর রহমান বলেন, অজিয়ার রহমানের চাচাতো ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে একটি মামলা করেছিলেন। ওই মামলায় তাঁকে (শহিদুল) কেন আসামি করা হয়েছে, তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অজিয়ার। থানায় অনধিকার প্রবেশ, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে থানায় ঢুকে পুলিশকে হুমকি দেওয়ার একটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অজিয়ার রহমান ওই পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর বলে ধমকাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোক হিসেবে ওই চেয়ারে বসে আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন। তখন ওই পুলিশ কর্মকর্তা বলেন, আমি কেন রাজনীতি করব?

এ বিষয়ে কেশবপুর পৌর জামাতের আমির জাকির হোসেন বলেন, থানায় ঢুকে হুমকি দেওয়ার ঘটনাটি অজিয়ার রহমানের  ভুলই হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়