কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : আফ্রিকার মোজাম্বিকে সড়ক দূর্ঘটনায় বাঁশখালীর চাম্বলের ডালিম আইয়ুব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশ গুরুই মাসিসেএ সড়ক দূর্ঘটনায় সংঘটিত হয়। শনিবার সন্ধ্যায় এ ঘটনা সংঘটিত হলে রাত ৯টায় ট্রাকের নিচে চাপা পড়া ডালিমকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান বাঁশখালীর আফ্রিকার মোজাম্বিক প্রবাসী এম আর মুজিব । জানা যায়, বাংলাদেশের চট্টগ্রামেের বাঁশখালী উপজেলার চাম্বলের ডালিম আইয়ুব মোজাম্বিকের মুলুম্বু ডিস্ট্রিক্টে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিল।
শনিবার শহর থেকে দোকানের জন্য মাল আনার সময় মালবাহি ট্রাক উল্টে খালে পড়ে যায় । মালবাহী ট্রাক উল্টে গেলে তখন ডালিমে গাড়ির নিচে আটকে গিয়ে মৃত্যু হয়। এখনো গাড়ির নিচ থেকে উদ্ধার প্রক্রিয়া চলছে বলে সুত্রে জানা যায়।
জানা যায়, গত মাসের ২১ তারিখ দেশ থেকে ছুটি কাটিয়ে মোজাম্বিকে ফিরে যায় আর আজ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।