গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আজ রোববার (৪ মে) রাত সাড়ে আটটার দিকে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসটি তুলে ধরা হলো- ‘গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।’
‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারও ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।’
‘৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।’
প্রসঙ্গত, আজ রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এসময় গাড়ির গ্লাস ভেঙে যায়, তিনি রক্তাক্ত হন। আশেপাশে যারা ছিলেন
তারা হাসনাতকে প্রটেক্ট করুন।
এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছেন সারজিস আলম। এতে দেখা যায়, হাসনাতকে বহন করা গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। হাত থেকে রক্ত ঝরছে।