শিরোনাম
◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে ◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ আই‌পিএল- শেষের নাটকীয়তায় কলকাতা নাইটরাইডার্স জিত‌লো ১ রা‌নে  ◈ আইপিএলে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:১৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে ইউপি সদস্য জাফর সিকদার এর বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জাফর সিকদারকে পিটিয়ে আহত ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে এবং ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে জানা গেছে। 

শনিবার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জাফর সিকদার উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জাফর সিকদার জানান, শনিবার রাত  আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে হাত,পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তার শিশু সন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারী ভেঙে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। 
জাফর সিকদার আরো জানান, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিলো। তাই কাউকে চিনতে পারিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি সদস্য জাফর সিকদারসহ পরিবারের অন্যান্য লোকদের সাথে কথা বলেছি। তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ##

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়