নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে ইউপি সদস্য জাফর সিকদার এর বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জাফর সিকদারকে পিটিয়ে আহত ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে এবং ৮ বছরের শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে জানা গেছে।
শনিবার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী জাফর সিকদার উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
জাফর সিকদার জানান, শনিবার রাত আনুমানিক ২টার দিকে ৭/৮ জনের ডাকাতদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যকে জিম্মি করে হাত,পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তার শিশু সন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারী ভেঙে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা।
জাফর সিকদার আরো জানান, ডাকাতরা মুখে কাপড় বাঁধা অবস্থায় ছিলো। তাই কাউকে চিনতে পারিনি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, সংবাদ পেয়ে রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি সদস্য জাফর সিকদারসহ পরিবারের অন্যান্য লোকদের সাথে কথা বলেছি। তাদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ##