শিরোনাম
◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে ◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ আই‌পিএল- শেষের নাটকীয়তায় কলকাতা নাইটরাইডার্স জিত‌লো ১ রা‌নে  ◈ আইপিএলে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:৫৫ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক পরীক্ষার্থীর ১৫ দিনের জেল!

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরিক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মন্ডল (২৩) নামের এক ভুয়া পরিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক যুবক নওগাঁ জেলার বিশ্বনাথ মন্ডলের ছেলে। রোববার (৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির (ওসি) মোঃ বজলার রহমান। এর আগে একই দিন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরিক্ষায় তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল পদে মোঃ রাশেদুল ইসলাম নামের এক পরিক্ষার্থীর পরিবর্তে বিক্রম মন্ডল নামের একজন ভূয়া পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে আসলে লিখিত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সন্দেহ হয় এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ এর মেইন গেটে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে।

এরই ধারাবাহিকতায় রোববারের লিখিত পরীক্ষায় আমরা একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারও সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়