শিরোনাম
◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঈদ মোবারক’ কার্টুন ঘিরে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন ওই কার্টুনে শিশুদের ঈদ আনন্দের মধ্যে একটি পাখি, একটি কুকুরের ছবি রয়েছে। বাদীর আপত্তি ওই কুকুরের ছবি নিয়ে।

প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ

সেই কার্টুনের এই ছবিটি প্রথম আলোর থ্রেড পেইজে প্রকাশ করা হয়েছিল।

এবার রোজার ঈদে পাঠককে শুভেচ্ছা জানাতে প্রকাশিত একটি কার্টুনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগ তুলে দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী।

নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজজামানের আদালতে এ মামলার আবেদন করেন।

প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ছাড়াও কনটেন্ট তৈরির দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করার কথা বলা হয়েছে মামলার আবেদনে।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে আগামী ৪ মে আদেশের দিন রেখেছেন বলে বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম জানিয়েছেন।

গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার প্রকাশিত ওই কার্টুনে দেখা যায় দুই শিশুর হাতে ‘ঈদ মোবারক’ লেখা একটি ব্যানার। তাদের একজনের হাতে বেলুন। তাদের পেছনে আরো কিছু শিশু, আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে, একটি পাখি হাসিমুখে উড়ছে আর শিশুদের পাশে রয়েছে একটি কুকুর।

এখানে ওই কুকরের ছবি নিয়ে আপত্তি তুলেছেন মামলার বাদী।

মামলার আবেদনে তিনি বলেছেন, একটি কুকুরের কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে “ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা” করা হয়েছে।

তার দাবি, “এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদ-উল-ফিতরের মত মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, “বিষয়টি আদালতে গেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতেই এর নিষ্পত্তি হবে।”

এর আগে ওই কার্টুন নিয়ে আপত্তি জানিয়ে দেশের একটি শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠীর মালিকানাধীন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যও নেওয়া হয়, যারা ওই কার্টুনের জন্য প্রথম আলোর সমালোচনা করেছেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও বিষয়টি নিয়ে ফেইসবুকে প্রতিক্রিয়া জানান।

তিনি লেখেন, “প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।” সূত্র: বিডিনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়