শিরোনাম
◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের ছুটি ঘুমিয়ে নষ্ট না করে স্বর্ণময় করে তুলুন: শায়খ আহমাদুল্লাহ

ঈদের ছুটিকে আড্ডায় কিংবা ঘুমিয়ে নষ্ট না করে একে স্বর্ণময় করে তোলার পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, আবার বর্তমান তরুণ প্রজন্ম বড়দের একান্ত সান্নিধ্য থেকে বঞ্চিত। ঈদের ছুটিতে গ্রামে বসবাসকারী দাদা-চাচার সান্নিধ্যে রাখুন আপনার সন্তানকে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের পরের দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব পরামর্শ দেন তিনি।

পোস্টে আহমাদুল্লাহ বলেন, ঈদের ছুটিকে আড্ডায় কিংবা ঘুমিয়ে নষ্ট না করে একে স্বর্ণময় করে তুলুন। আপনার সন্তানকে গ্রামের নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিন।

বিশেষ করে গ্রামের দরিদ্র কৃষক, কঠোর সাধনায় কঠিন মাটির বুক থেকে যারা সোনার ফসল বের করে আনেন, আপনার সন্তানের তাদের সাথে পরিচয় হওয়া উচিত। 
এই পৃথিবী শুধু ধনীদের জায়গা নয়, মুদ্রার অপর পিঠের মতো এখানে অসংখ্য অভাবী, দারিদ্র্যপীড়িত খেটে খাওয়া মানুষ বসবাস করে, এটাও স্বচক্ষে প্রত্যক্ষ করা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা উচিত আপনার সন্তানের।

আবার বর্তমান তরুণ প্রজন্ম বড়দের একান্ত সান্নিধ্য থেকে বঞ্চিত। ঈদের ছুটিতে গ্রামে বসবাসকারী দাদা-চাচার সান্নিধ্যে রাখুন আপনার সন্তানকে। বড়দের জীবনে অভিজ্ঞতার যে সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, সেটা আপনার সন্তানের জীবনে জানাশোনার নতুন  এক দিগন্ত উন্মোচিত করবে।

শেষ তিনি বলেন, এর ফলে একদিকে যেমন আপনার সন্তান প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে বেড়ে উঠবে, অপর দিকে গ্রামের বর্ণিল পরিবেশ আপনার সন্তানকে মানবিক, সংবেদনশীল, দরদী মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।

হিংসার কাঁটা বিছানো পৃথিবীতে ভালোবাসার ফুল ফুটানোর জন্য এ ধরনের মানবিক, দরদী মানুষের অনেক বেশি প্রয়োজন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়