শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১০:৩৯ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি সিইউজের

অনুজ দেব, চট্টগ্রাম: [২] কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

[৩] শনিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি তপন চক্রবতী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, সব পক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষভাবে অনুরোধ, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির খবর সংগ্রহ এবং জনগণের সামনে তা উপস্থাপন করেন। কিন্তু এ দায়িত্ব পালনে তাদের ওপর আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের।

[৪] নেতৃবৃন্দ বলেন, বর্তমানে এক ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। এ ক্রান্তিলগ্নে দেশের সাধারণ মানুষের মত সাংবাদিক সমাজও চায়, চলমান পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধান। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন লক্ষ্য করছে সম্প্রতি চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সাংবাদিকরা আক্রোশের শিকার হচ্ছেন, যা কোনোভাবে কাম্য নয়। একজন সংবাদকর্মী যে কোনো ঘটে যাওয়া ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরার গুরু দায়িত্ব পালন করেন। এ অবস্থায় সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের।    

[৫] চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন মনে করে, কথায় কথায় সাংবাদিকদের ওপর হামলা, মারধর স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়