ঘণ্টার পর ঘণ্টা ব্যায়ামের পরিবর্তে দিনে একবার বিরামহীন হাঁটলেও হার্ট সুস্থ থাকে, জানালেন বিশেষজ্ঞরা।
ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জীবনধারাভিত্তিক রোগ, বিশেষ করে হৃদরোগ। আধুনিক জীবনযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, অনিয়মিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় অনীহা ইত্যাদি কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি দিন দিন বাড়ছে। কমবয়সিরাও এখন এই ঝুঁকির কবলে পড়ছেন।
তবে হার্টকে সুস্থ রাখা খুব কঠিন নয়। চিকিৎসকেরা পরামর্শ দেন নিয়মিত হাঁটার। কিন্তু অনেকের ধারণা, এর জন্য ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হবে। সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছে।
গবেষকরা জানিয়েছেন, দৈনন্দিন মাত্র ১০–১৫ মিনিট একটানা হাঁটলেই হার্টের স্বাস্থ্য ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, যারা সারাদিন কম চলাফেরা করেন বা বেশি সময় বসে থাকেন, তাদের জন্য একটানা ১০–১৫ মিনিট হাঁটা হৃদরোগের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়।
কেন একটানা হাঁটা জরুরি?
একটানা হাঁটার মাধ্যমে রক্ত সঞ্চালন উন্নত হয়, যা স্বাভাবিকভাবে হার্টকে সুস্থ রাখে। দীর্ঘ সময় বসে থাকলে ধমনী শক্ত হওয়া, রক্ত জমাট বাঁধা, ব্লাড প্রেশার ও কোলেস্টেরলের সমস্যা দেখা দিতে পারে। একটানা হাঁটলে এসব ঝুঁকি কমে। এছাড়া মনও শান্ত থাকে এবং স্ট্রেস কমে, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী।
কে সবচেয়ে উপকৃত হবেন?
তাদের জন্য দৈনিক ১০–১৫ মিনিটের হাঁটা অত্যন্ত কার্যকর।
কিভাবে হাঁটা শুরু করবেন?
অত্যধিক ব্যায়াম বা দীর্ঘ সময়ের হাঁটার জন্য ভাবার দরকার নেই। দিনে মাত্র ১০–১৫ মিনিটের একটানা হাঁটাতেই হার্টের স্বাস্থ্য সুস্থ রাখা সম্ভব। তাই আজ থেকেই হাঁটা অভ্যাস শুরু করুন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান।