শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে ডেকে কুপ্রস্তাবের ভয়ংকর অভিজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী মালতি চাহার

লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়ায় কাস্টিং কাউচের অন্ধকার অধ্যায় নতুন নয়। গত বছর প্রকাশিত হেমা কমিটির প্রতিবেদনে নারীশিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার নানা বিবরণ সামনে আসে, যা সবাইকে নাড়িয়ে দেয়। চলতি বছরও কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খোলেন। এবার নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার।

সদ্য শেষ হওয়া ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী মালতি জানান, কীভাবে এক পরিচালক তাঁকে হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দেন এবং অন্য এক পরিচালক তাঁর অনুমতি ছাড়াই তাঁকে চুম্বন করার চেষ্টা করেন।

সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে মালতি জানান, দক্ষিণী সিনেমার এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট শোনার বৈঠকের পর তাঁকে আবার ফোন করা হয়। সেই ফোনে পরিচালক সরাসরি হোটেল রুমে এসে দেখা করতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মালতি প্রথমে তা এড়িয়ে যান। কিন্তু এরপর বারবার ফোন করে তাঁকে চাপ দিতে থাকেন ওই পরিচালক।

মালতির ভাষায়, ‘তিনি আমাকে বলেছিলেন, “মালতি, বুঝে নাও-ইন্ডাস্ট্রিতে এমনভাবেই কাজ হয়। এই মন্তব্যেই পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।’

শুধু এটুকুই নয়, মালতি আরও জানান, এক প্রবীণ ও পরিচিত পরিচালক তাঁকে জড়িয়ে ধরার সময় হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। মালতি বলেন, ‘বিদায় নেওয়ার সময় সাধারণভাবে পাশ থেকে হালকা করে জড়িয়ে ধরেছিলাম। তখনই তিনি আমাকে চুম্বন করতে চেয়েছিলেন।’

তিনি জানান, বয়সে অনেক বড় হওয়ায় তিনি ওই ব্যক্তিকে বাবার মতো ভেবেছিলেন। কিন্তু এই ঘটনাই তাঁকে শিক্ষা দিয়েছে-ইন্ডাস্ট্রিতে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না।

প্রসঙ্গত, পরিচালক অনিল শর্মার সিনেমা ‘জিনিয়াস’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মালতি চাহার। পাশাপাশি তিনি ‘ও মা-এরি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেছেন।

সূত্র: পিঙ্কভিলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়