মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে জেলার বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া উপজেলার ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল উপজেলার আওয়ামী লীগ কর্মী সমাইল হোসেন রাজন ও অশোক দেববর্মা, এবং জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী রিপন মিয়া।
পুলিশ সূত্র জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।