শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বসন্তের রঙে নিজেকে রাঙাতে চলছে বায়োজিন বসন্ত বিলাস অফার! 

মনজুর এ আজিজ : দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততা ও বাইরের দূষণে ত্বকের সঠিক যত্ন নিশ্চিত করা অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য প্রয়োজন স্মার্ট স্কিনকেয়ার রুটিন ও পার্সোনালাইজড স্কিনকেয়ার সেবা। ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী অথেনটিক ডার্মো কসমেটিকস আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মাধ্যমে ব্যস্ততা সত্ত্বেও সঠিকভাবে ত্বকের যত্ন নিশ্চিত করা যায়। পার্সোনালাইজড ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা নিশ্চিত করতে এই বসন্তে বায়োজিন নিয়ে এসেছে ‘বসন্ত বিলাস’ অফার।

মাসব্যাপী দেশজুড়ে বায়োজিনের ১৭টি ব্রাঞ্চে চলছে এই বিশেষ অফার। অফারটিতে থাকছে আকর্ষণীয় ছাড় এবং এক্সক্লুসিভ ট্রিটমেন্ট ডিল। বিশেষ অফারে পাওয়া যাচ্ছে: ত্বক ও চুলের যেকোনো সমস্যার সমাধানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০% ছাড়। এছাড়াও অথেনটিক ডার্মো কসমেটিকসে থাকছে ফ্ল্যাট ৩০% ছাড়। 

আর ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং একদম ফ্রি। উজ্জ্বল ত্বকের জন্য বায়ো হাইড্রা ফেসিয়াল ৯৯৯ টাকায় আর অবাঞ্ছিত লোম দূর করার পার্মানেন্ট সলিউশন বায়ো লেজার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে ৯৯৯ টাকায়। 
কর্তৃপক্ষ জানিয়েছেন, পার্সোনালাইজড স্কিনকেয়ার ট্রিটমেন্ট একজন ব্যবহারকারীর স্কিনের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও কার্যকরী ট্রিটমেন্ট দেয় বলে এটি ব্যবহারকারীর জন্য খুবই নিরাপদ। 

কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলে জানা যায়, বায়োজিনে আছে বিশ্বস্ত ও কার্যকরী স্কিন কেয়ার প্রোডাক্টস। ফলে যে কেউ তাদের পণ্য নির্দ্বিধায় ব্যবহার করতে পারে। আধুনিক জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক স্কিনকেয়ার। এজন্য ভালো ব্র‌্যান্ডের পণ্য ব্যবহার না করলে স্কিনের অনেক ক্ষতি হতে পারে।

একইসাথে শিশুর ত্বকের যত্নে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে রয়েছে বিশ্বখ্যাত ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেলের বেবি কেয়ার প্রোডাক্টস। এছাড়াও ত্বক ও চুলের যত্নে বিউটি সাপ্লিমেন্টসের পাশাপাশি আধুনিক জীবনযাপনের জন্য রয়েছে স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস।

তারা জানান, বসন্ত বিলাস অফারটি বায়োজিনের ১৭ টি ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে। এছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়