শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০১:৫৭ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসছেন ভারত পাকিস্তান সৌদির একাধিক শীর্ষ আলেম

সম্মেলনে সকল ঈমানদার মুসলমানদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের এই আহ্বানে শামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সফরে আসছেন ভারত, পাকিস্তান ও সৌদি আরবের একাধিক শীর্ষ আলেম। আগামী নভেম্বরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী আমন্ত্রিত অতিথিরা হলেন- ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের অপরাংশের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি এবং সৌদি আরবের মাওলানা ওমর হাফিজ মাক্কী ও মাওলানা আবদুর র‌উফ মাক্কী।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব মধুপুর) আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন অতিথিরা। আগামী নভেম্বরের ১৫ তারিখে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নেবেন তারা।

এই সম্মেলনটি খতমে নবুওয়ত পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে যৌথভাবে আয়োজিত হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মধুপুরের পীরের ছেলে মাওলানা উবাইদুল্লাহ কাসেমী গণমাধ্যমকে বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় এই আন্তর্জাতিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার এবং ধর্মীয় নেতা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে সকল ঈমানদার মুসলমানদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের এই আহ্বানে শামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়