শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চন্দ্রগ্রহণ উপলক্ষে মুসলমানদের করণীয়: সালাতুল খুসুফ, দোয়া ও সদকা

আবারও আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে চলতি বছরের চন্দ্রগ্রহণ। এই দিন পূর্ণচন্দ্রগ্রহণ হবে। আবারও আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’। এই দিন রাতের আকাশে লালচে রূপে ঝলমল করবে চাঁদ। বিরল এই পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে ৮২ মিনিটব্যাপী এই চন্দ্রগ্রহণ চলবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট। 

যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত।

বিজ্ঞানের ভাষায়,  চন্দ্রগ্রহণ ঘটে তখনই, যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে।


কোরআনের দৃষ্টিতে

.আল্লাহ তায়ালা সূর্য-চন্দ্রকে তাঁর মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।

.সুরা ইউনুস (আয়াত ৫): তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত।

.সুরা কিয়ামাহ (আয়াত ৭-৯): যখন দৃষ্টি বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে এবং সূর্য-চন্দ্র একত্রিত হবে।

হাদিসে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা

রাসুল (সা.) বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন। কারও মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে, তখন দোয়া করো, আল্লাহর মহিমা ঘোষণা করো, তাকবির বলো, নামাজ আদায় করো এবং সদকা দাও। (বুখারি : ১০৪০, আবু দাউদ : ১১৭৭)

চন্দ্রগ্রহণের নামাজ (সালাতুল খুসুফ)

সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়। নবীজি (সা.) এ নামাজ আদায় করেছেন। ‘তাই সালাতুল খুসুফ’ আদায় করা সুন্নাত। (বোখারি : ৯৮৩)

. এ নামাজ আদায় করা সুন্নাত। (বুখারি : ৯৮৩)

. একাকী পড়া উত্তম; মসজিদে জামাতে পড়া সুন্নাত নয়।

. দুই রাকাত নফল নামাজ পড়তে হবে, ফজরের নামাজের মতো।

. ইচ্ছা করলে চার রাকাত বা তারও বেশি পড়া যায়, তবে দুই বা চার রাকাত পরপর সালাম দিতে হবে।

. আজান ও একামতের প্রয়োজন নেই।

. নামাজ শেষে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া, জিকির ও মোনাজাতে সময় কাটানো উত্তম।

সারসংক্ষেপ, চন্দ্রগ্রহণ কোনো অশুভ লক্ষণ নয়, বরং আল্লাহর নিদর্শন। এ সময় নামাজ, দোয়া, জিকির ও সদকার প্রতি গুরুত্ব দিতে হবে। মুসলমানরা যেন ভীতি নয়, বরং আল্লাহর প্রতি খোদাভীতি ও আত্মসমর্পণের মনোভাব নিয়ে সময় কাটান।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়