শিরোনাম
◈ পাকিস্তানে ‘র’-এর নেটওয়ার্ক ভেঙে দিল সিটিডি: ছয়জন গ্রেপ্তার, অর্থায়নের প্রমাণ মিলেছে ◈ প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১৩ জন চিকিৎসক, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও নানা অনিয়ম, ভোগান্তিতে রোগীরা ◈ ইটনায় ইউএনও বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার ◈ ব্যাটিং-‌বো‌লিং‌য়ে ব্যর্থ সাকিব আল হাসান, হারলো তার দল অ্যান্টিগা ◈ ফলের স্বাদ কেমন- আমার ছেলেটা জানে না, গাজার দুর্ভিক্ষ বর্ণনা করেছেন এক মা ◈ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন ◈ সাবেক সমন্বয়ক চাকরি হারালেন ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে ◈ কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টির আভাস ◈ ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দার ছোট্ট আমল, আল্লাহর মহান প্রতিদান

মহান আল্লাহ বান্দার সঙ্গে সেরকম আচরণই করেন যেমন সে তাঁর ব্যাপারে অন্তরে লালন করে। নিচের হাদিসটিতে ব্যাপারটি খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلاَ ذَكَرْتُهُ فِي مَلاَ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঘোষণা করেন, আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে।

যদি সে মনে মনে আমাকে স্মরণ করে; আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জন-সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু’হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।
-(বুখারি, হাদিস: ৭৪০৫)

হাদিসের ব্যাখ্যা

১. আল্লাহ সম্পর্কে বান্দার ধারণা:  যেমন তার সঙ্গে আচরণও করা হয় তেমন। আল্লাহ বলেন: “আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে।” এর অর্থ হলো— যদি বান্দা আল্লাহ্‌র প্রতি সুস্থ ধারণা (حسن الظن بالله – হুসনুজ-যন্‌ বিল্লাহ) রাখে, অর্থাৎ বান্দা যদি ধারণা রাখে যে, আল্লাহ্ আমাকে ক্ষমা করবেন, আমার দোয়া কবুল করবেন, দয়া করবেন, হিদায়াত দিবেন। তাহলে আল্লাহ তার সঙ্গে সেই ধারণা অনুযায়ী অনুগ্রহই করবেন।

আর যদি বান্দা খারাপ ধারণা রাখে (যেমন—আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না, আমার দোয়া কবুল হবে না), তবে আল্লাহ তার সেই ধারণাকেই সত্য করে দেন। তাই মুমিনের জন্য আবশ্যক হলো সবসময় আল্লাহর প্রতি আশাবাদী হওয়া, হতাশ না হওয়া।

২. আল্লাহর বিশেষ নৈকট্য: আল্লাহ বলেন: “আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে।” এর মানে শারীরিক উপস্থিতি নয়, বরং আল্লাহ্‌র ইলম, রহমত ও সহায়তা দ্বারা বান্দাকে কাছে রাখা। বান্দা যদি একান্ত মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহও তাকে বিশেষভাবে স্মরণ করেন।

  আর যদি বান্দা জনসম্মুখে আল্লাহর জিকির করে, আল্লাহ তাঁকে ফিরিশতাদের সমাবেশে স্মরণ করেন, যা অসীম মর্যাদা।
৩. বান্দার ছোট্ট প্রচেষ্টার বিপরীতে আল্লাহর অশেষ দয়া: হাদিসে বলা হয়েছে: “বান্দা যদি এক বিঘত (অল্প দূরত্ব) আল্লাহর দিকে এগোয়, আল্লাহ এক হাত এগিয়ে আসেন, বান্দা যদি এক হাত এগোয়, আল্লাহ দু’ হাত এগিয়ে আসেন, আর বান্দা যদি হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে যা।” এর দ্বারা বোঝানো হয়েছে যে, বান্দার ক্ষুদ্রাতিক্ষুদ্র আমলকেও আল্লাহ্‌ অনেক বড় করে গ্রহণ করেন এবং অশেষ দয়া দিয়ে পুরস্কৃত করেন। বান্দা যতটুকু চেষ্টা করে, আল্লাহ্ তার চেয়ে বহুগুণ বেশি দয়া ও অনুগ্রহ নিয়ে এগিয়ে আসেন।

হাদিসের মূল শিক্ষা :

* আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা ঈমানের অংশ।

* হতাশা হারাম; কারণ হতাশা মানে আল্লাহর রহমতকে সীমিত ভেবে নেওয়া।

* আল্লাহর জিকির একান্তে ও জনসম্মুখে—উভয় ক্ষেত্রেই কল্যাণকর, তবে প্রকাশ্যে করলে তা অন্যদের জন্যও দৃষ্টান্ত হয়।

* বান্দা সামান্য উদ্যোগ নিলেই আল্লাহ তার প্রতি দ্বিগুণ, তিনগুণ, বহুগুণ দয়া করেন।

এ হাদীস বান্দাকে আল্লাহর দিকে ফেরার, আমল বাড়ানোর এবং তাঁর রহমতের আশায় অটল থাকার এক বিশাল প্রেরণা।পবিত্র কোরআনে বলা হযেছে-"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।"  (সুরা যুমার, আয়াত : ৫৩)

  • সর্বশেষ
  • জনপ্রিয়