শিরোনাম
◈ রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন: সেনাবাহিনী ◈ মার্কিন শুল্ক  কমানোর সিদ্ধান্ত রপ্তানিখাতের জন্য ইতিবাচক : জাতীয় পার্টি ◈ গাজার ‘ছোট্ট আমির’: একমুঠো খাবার নিয়ে ফেরার পথে ইসরাইলি গুলিতে প্রাণ গেল শিশুটির ◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০২:৪৩ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ মারা গেলে কখন বুঝতে পারে সে মারা গেছে? শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা (ভিডিও)

একজন মানুষ যখন মারা যান, তখন কি তিনি বুঝতে পারেন যে তার মৃত্যু হয়েছে? এ বিষয়ে শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, মানুষের মৃত্যুর শেষ মুহূর্তে আল্লাহ তা'আলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা তার কাছে উপস্থিত হন। নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দীর্ঘ এক হাদিসে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এটি অদৃশ্য জগতের বিষয়, যা আমাদের দৃষ্টিগোচর হয় না। একমাত্র ওহীর মাধ্যমে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ সম্পর্কে জেনেছেন এবং তার মাধ্যমেই আমরা জেনেছি।

শায়খ আহমদ উল্লাহ বলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি জান্নাতি হন, তবে তার রুহ কবজ করতে একদল ফেরেশতা বিশাল আয়োজন করেন। তারা অত্যন্ত সুন্দর ও মনোরম আচরণ করেন এবং তাকে অভিবাদন জানান। মূল্যবান পাত্রে তার রুহ গ্রহণের জন্য এক বিশেষ ব্যবস্থা থাকে, যা দেখে ওই ব্যক্তি আনন্দিত হন এবং হাসিমুখে তার রুহ বের হয়ে যায়।

অপরদিকে, যদি কোনো ব্যক্তি জাহান্নামি হন, তবে তার রুহ কবজ করতে ফেরেশতাদের এক ভয়ঙ্কর দল আসে। তারা এতটাই তীব্র ভীতিকর রূপে আবির্ভূত হন যে, ওই ব্যক্তি তা দেখে আতঙ্কিত হয়ে যান। আশপাশের মানুষ তা বুঝতে পারে না তবে মৃতপ্রায় ব্যক্তি তা গভীরভাবে অনুভব করেন এবং হাহাকার করেন।

তিনি আরও বলেন, যারা সারাজীবন তাকওয়ার ওপর অবিচল থেকেছেন এবং হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, কোরআনে বর্ণিত আয়াত অনুযায়ী, মৃত্যুর আগে ফেরেশতারা তাদের কাছে এসে সুসংবাদ দেন। তারা জানান যে, তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই।

হাদিস ও কোরআনের বর্ণনা অনুযায়ী, মৃত্যুর মুহূর্তে রুহ কবজের দৃশ্য মৃত্যুপথযাত্রী ব্যক্তিই উপলব্ধি করতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়