শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবায় হাজিরের জন্য দুই লাখ নোটিস জারি 

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ২০২৫ সালে অবৈধ অভিবাসন দমন ও অপরাধে জড়িত অভিবাসীদের অপসারণে ট্রাম্প প্রশাসনের প্রথম বছরের ফলাফল তুলে ধরে নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। অভিবাসীদের দ্রুত বহিষ্কার প্রক্রিয়ায়  আনার জন্য ২০২৫ সালে সংস্থাটি রেকর্ড প্রায় ২ লাখ ( ১ লাখ ৯৬ হাজার) ‘নোটিস টু অ্যাপিয়ার (এনটিএ)’ জারি করেছে ইউএসসিআইএস।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম-এর অধীন সংস্থা ইউএসসিআইএস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প-এর শপথ গ্রহণের পর থেকে তারা জাতীয় নিরাপত্তা ও জালিয়াতির আশঙ্কায় ১৪ হাজারের বেশি মামলা অভিবাসন এবং শুল্ক প্রয়োগ (আইসিই)-এর কাছে পাঠিয়েছে। এর মধ্যে ১৮২টি মামলা নিশ্চিত বা সন্দেহভাজন জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত।

ইউএসসিআইএস আরও জানায়, সংস্থাটির জালিয়াতি সনাক্তকরণ এবং জাতীয় নিরাপত্তা অধিদপ্তর (এফডিএনএস) মোট ১৯ হাজার ৩০০টি জালিয়াতি–সংক্রান্ত মামলা সম্পন্ন করেছে এবং পর্যালোচিত মামলার প্রায় ৬৫ শতাংশে জালিয়াতি শনাক্ত হয়েছে। পাশাপাশি ৬ হাজার ৫০০-এর বেশি সাইট ভিজিট এবং সম্ভাব্য অভিবাসীদের ১৯ হাজার ৫০০টি সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই করা হয়েছে।
ইউএসসিআইএস পরিচালক জোসেফ বি. এডলো বলেন, ইউএসসিআইএস ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে কাজ করছে শৃঙ্খলা, নিরাপত্তা, সততা ও জবাবদিহি ফিরিয়ে এনে অভিবাসন ব্যবস্থা যেন জাতীয় স্বার্থে কাজ করে এবং বিদেশি নাগরিকের চেয়ে আমেরিকানদের অগ্রাধিকার দেয়, তা নিশ্চিত করা হচ্ছে।

২০২৫ সালে সংস্থাটি রেকর্ড ১ লাখ ৯৬ হাজার ‘নোটিস টু অ্যাপিয়ার (এনটিএ)’ জারি করেছে, যাতে অভিবাসীদের বহিষ্কার প্রক্রিয়ায় নেওয়া যায়। ট্রাম্প প্রশাসনের সময়কালে ইউএসসিআইএস ফিল্ড অফিসগুলোতে ২ হাজার ৪০০-এর বেশি গ্রেপ্তার হয়েছে বলেও জানানো হয়।

নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলোর কথাও তুলে ধরে ইউএসসিআইএস। গত ২৬ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে এক হামলায় ন্যাশনাল গার্ড সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হওয়ার ঘটনায় এক আফগান নাগরিক অভিযুক্ত হওয়ার পর, সব দেশের জন্য আশ্রয় প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয় এবং উচ্চ ঝুঁকির দেশগুলোর সব গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনা শুরু করা হয়।

এছাড়া, সেপ্টেম্বরে ডিএইচএস-এর শীর্ষ যাচাই শাখা নাগরিকত্ব পরীক্ষাকে কঠোর করে প্রশ্নসংখ্যা ১০০ থেকে ১২৮-এ উন্নীত করা হয়, পরীক্ষায় প্রশ্ন ১০ থেকে ২০ করা হয় এবং পাস নম্বর ৬ থেকে ১২ সঠিক উত্তরে বাড়ানো হয়।

নিয়োগ বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। নভেম্বরের শুরুতে জানানো হয়,  ইউএসসিআইএস অফিসার হতে ২ লাখের বেশি আবেদন জমা পড়েছে এবং ইউএসসিআইএস জানায়, ‘হোমল্যান্ড ডিফেন্ডার’ (আগের নাম ইমিগ্রেশন সার্ভিসেস অফিসার) হতে ৫০ হাজারের বেশি আবেদন এসেছে। এরা বৈধ অভিবাসীরা গ্রিন কার্ড, ভিসা বৃদ্ধি বা নাগরিকত্বের যোগ্য কি না, তা নির্ধারণে কাজ করেন।
ইউএসসিআইএস বলছে, এসব পদক্ষেপ ট্রাম্পের সেই নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন—যেখানে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের “ত্রুটিপূর্ণ অভিবাসন নীতি” কঠোরভাবে সংশোধনের কথা বলেছিলেন।

এক বিবৃতিতে ক্রিস্টি নোয়েম বলেন, এক বছরেরও কম সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিয়েছেন এবং এই প্রশাসনের কাজ এখনো শুরু মাত্র। আমরা রেকর্ড সময়ে সীমান্ত সুরক্ষিত করেছি, কার্টেলদের বিরুদ্ধে লড়েছি এবং হাজার হাজার অপরাধী অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছি। ২০২৫ ঐতিহাসিক হলেও, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়