শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার, যা ঘটেছে (ভিডিও)

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। তবে রাষ্ট্রপতি মুর্মু অক্ষত আছেন। আজ বুধবার দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তার শবরীমালা তীর্থযাত্রায় বহনকারী হেলিকপ্টারটি বুধবার সকালে প্রমাদমের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে নবনির্মিত কংক্রিটের হেলিপ্যাডে অবতরণের সময় একটি গর্তে আটকে যায়। এতে দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন বলে জানা গেছে।

জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি পাম্বার কাছে নীলক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রমাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন।

তিনি জানান, কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি, তাই হেলিকপ্টারটি অবতরণ করার সময় এটি তার ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটি স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।

এদিকে সেই ঘটনারই একটি ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছান তিনি। বুধবার শবরীমালায় প্রভু আয়াপ্পা মন্দিরে পূজা দেওয়ার কথা তার। তিনিই প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি শবরীমালায় আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়