শিরোনাম
◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত ◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশোধের শিকার ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

​ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে অন্যতম প্রধান আসামি মো. ফয়সালকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত ২৫ আগস্ট রাত দেড়টার দিকে রাজশাহীর পুঠিয়া থানার আগলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​ঘটনার সূত্রপাত হয় গত ১৪ মে, যখন মারামারির ঘটনায় হাসিবুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় ফিরে আসেন। এরপর গত ১০ আগস্ট সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে নিজের পান বরজে কাজ করার সময় ফয়সালসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

​এই হামলায় ওয়াজেদ আলীর মাথা, কব্জি ও পায়ে গুরুতর আঘাত লাগে। তাকে বাঁচাতে এসে তার ছেলে ও স্ত্রীও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট দুপুর ১২টা ৫০ মিনিটে ওয়াজেদ আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

​এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতি সৃষ্টি হয়। নিহত ওয়াজেদ আলীর স্ত্রী দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র‌্যাব এই ঘটনার তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে তৎপর হয়। এর আগে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই র‌্যাব নাটোর সদর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছিল।

​র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি ফয়সালকে পুঠিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়