শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস

উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়া প্রাথমিকভাবে তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ গ্রিস।বুধবার দেশটির সরকার নতুন এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

গত কয়েক দিনে লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসের দক্ষিণের দ্বীপ গাভদোস এবং ক্রিটে দুই হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন। এই বিষয়ে বুধবার গ্রিক পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। 

এ সময় বর্তমান অবস্থাকে ‘জরুরি পরিস্থিতি’ হিসাবে অভিহিত করেন তিনি। কিরিয়াকোস বলেছেন, এমন পরিস্থিতি ‘স্পষ্টতই জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি রাখে।’

তিনি বলেন, আর তাই গ্রিক সরকার উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণ প্রাথমিকভাবে তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই স্থগিতাদেশ শুধু ক্রিট এবং গাভদোস দ্বীপে আগতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনিয়মিতভাবে আসা অভিবাসীদের আটক করা হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয় স্থগিতাদেশ কার্যকর সম্পর্কিত আইনটি বৃহস্পতিবার (১০ জুলাই) পার্লামেন্টে উত্থাপন করা হবে।

গাভদোসে স্থায়ী জনসংখ্যা মাত্র একশ। দ্বীপটিতে অভিবাসীদের জন্য কোনও আবাসন সুবিধা নেই। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সমুদ্রপথে আসা অভিবাসীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পাশ্ববর্তী দ্বীপ ক্রিটও।

লিবিয়া থেকে যাত্রা করা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, সুদান, মিশর এবং বাংলাদেশের নাগরিক।

গ্রিক প্রধানমন্ত্রী বলেছেন, সরকার মানবপাচারকারীদের একটি স্পষ্ট বার্তা দিতে চায়, গ্রিসে যাওয়ার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। বুধবার ৫২০ জন অভিবাসীকে নিয়ে একটি মাছ ধরার ট্রলারকে ক্রিট উপকূলে পৌঁছায়। কর্তৃপক্ষ বলছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল।

মিতসোতাকিসের সরকার ক্রিটে একটি আটককেন্দ্র নির্মাণের কথাও ভাবছে। গ্রিস ইতোমধ্যে বলেছে, সমুদ্রপথে আসা অভিবাসীদের থামাতে দক্ষিণ গ্রিক জলসীমায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হবে।

মঙ্গলবার হেলেনিক কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংকটাপন্ন পরিস্থিতিতে গাভদোস উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ৬৭ জনকে উদ্ধার করে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ। অভিবাসনপ্রত্যাশীদের সবাই পুরুষ এবং তারা সুস্থ আছেন।

উপকূলরক্ষী বাহিনী বলেছে, ফ্রন্টেক্সের একটি জাহাজে করে আগিয়া গালিনির ক্রিটান বন্দরে নিয়ে যাওয়া হয় অভিবাসীদের। পরে সেখান থেকে তাদের রেথিমনোতে অস্থায়ী আবাসন সুবিধায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে ক্রিট উপকূলে আসা একটি নৌকা থেকে সাহায্য চেয়ে গ্রিক উপকূলরক্ষীদের ডাকা হয়। কুয়েতি পতাকাবাহী একটি কার্গো জাহাজ অভিবাসীদের উদ্ধার করে। পরে একটি লাইফবোটে করে কোরা স্ফাকিয়ন বন্দরে নিয়ে যাওয়া হয় তাদের। সেখান থেকে বাসে করে ক্রিটের আগিয়া চানিয়ায় অস্থায়ী আবাসন সুবিধায় নিয়ে যাওয়া হয় অভিবাসনপ্রত্যাশীদের। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়