শিরোনাম
◈ সার্ভিস ফি-কমিশন বন্ধ, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান ◈ ৪৫ হাজার টাকার জন্য ভ্যানচালককে মে-রে ড্রিল মেশিন দিয়ে তার চোখ খোলা হয়! ◈ ইডেন গা‌র্ডেনে আই‌পিএ‌লের ফাইনাল ফেরানো নি‌য়ে সৌরভ গাঙ্গু‌লির দৌঁড়ঝাপ ◈ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 'সিদ্ধান্তের সীমা' নিয়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে বিতর্ক ◈ সেন্টমার্টিন নিয়ে কী করছে সরকার? যা বললেন শফিকুল আলম, পাল্টা যুক্তি উপস্থাপকের (ভিডিও) ◈ আজ শেষ হবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, হামলার শঙ্কায় জম্মু কাশ্মির সীমান্তে বাঙ্কার বানানোর হিড়িক ◈ সীমান্তে বেড়েছে পুশ-ইনের ঘটনা, আতঙ্কে স্থানীয়রা! ◈ মামলায় জামিন না দেওয়ায় বিচারককে শাসালেন বিএনপিপন্থী আইনজীবীরা, ভিডিও ভাইরাল ◈ মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা! (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের চুক্তি করলেন ট্রাম্প

সৌদি আরব, কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২শ বিলিয়ন ডলারের একাধিক বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস জানিয়েছে, আমিরাতের বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজের পক্ষ থেকে ২৮টি বোয়িং ৭৮৭ এবং ৭৭৭এক্স বিমান কিনতে সাড়ে ১৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এসব বিমানে ব্যবহৃত হবে জিই এয়ারোস্পেসের তৈরি ইঞ্জিন।

 আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন এআই ক্যাম্পাস উদ্বোধন করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাইরে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় এআই স্থাপনা।
 
 এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অতিথিকে দেয়া হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা।
 
সফরের এক পর্যায়ে ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখান আল নাহিয়ান। এরপর আবুধাবির আল-ওয়াতান প্রাসাদে তাকে প্রদান করা হয় 'অর্ডার অব জায়েদ' যা আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়।
 
প্রাসাদেই অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অংশ নেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং। আলোচনায় উঠে আসে উন্নত এআই চিপ সরবরাহ এবং তথ্যকেন্দ্র নির্মাণের বিষয়। প্রাথমিক চুক্তির আওতায় প্রতি বছর ৫ লাখ চিপ আমদানির অনুমতি পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট।
 
 দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্তের ঘোষণা দিয়ে সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, এটি একটি বিশেষ অংশীদারত্বের সূচনা।
 
মধ্যপ্রাচ্যে চার দিনের সফর শেষ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ট্রাম্প সৌদি আরবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর শুরু করেন। পরদিন তিনি কাতার পৌঁছান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়