শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৩:১৭ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসে পাকিস্তান প্রথম রাফাল শিকারের নজির গড়ল?

পাকিস্তানের হামলায় ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। খবর সিএনএনের।

ওই কর্মকর্তা জানান, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ঘটনা সত্য হলে, এটি হবে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি কোনো রাফাল যুদ্ধবিমান সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ভূপাতিত হওয়ার ঘটনা।

তবে ভারতের পক্ষ থেকে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি। পাকিস্তান অবশ্য তিনটি ভূপাতিত করার দাবি করেছে।

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। দিল্লির এমন পদক্ষেপে জবাব দেওয়া কথা জানায় ইসলামাবাদ। পরে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সিএনএনকে ফরাসি ওই কর্মকর্তা জানান, পাকিস্তান রাতের অন্ধকারে একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

ভারত-শাসিত কাশ্মীরে ভেঙে পড়া একটি বিমানের ধ্বংসাবশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ওই অংশটি রাফাল যুদ্ধবিমানের কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

রাফাল যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন সিএনএনের মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।

রাফাল হলো ১০ টন ওজনের দুই ইঞ্জিনবিশিষ্ট এক আধুনিক যুদ্ধবিমান। এটি আকাশযুদ্ধ ও ভূমিতে হামলার জন্য তৈরি। এই যুদ্ধবিমান ৩০ মিলিমিটার কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।

সাম্প্রতিক উত্তেজনার আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে ছিল ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়