ট্রাম্প আগে থেকেই তেলসমৃদ্ধ সৌদি আরবের সাথে বড় ধরনের একটি বাণিজ্যচুক্তি করার কথা বলে আসছিলেন।
সৌদি আরবের কাছে ৩.৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তারা কংগ্রেসকে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সাথে চুক্তির বিষয়টি জানিয়েছে। এর মধ্যে মধ্যমপাল্লার এক হাজার এআইএম–১২০ ক্ষেপণাস্ত্র অন্তর্ভূক্ত রয়েছে। এ ক্ষেপণাস্ত্রের প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান অ্যারিজোনার আরটিএক্স কর্পোরেশন। ক্ষেপণাস্ত্রগুলো সক্রিয় রাডারের মাধ্যমে পরিচালিত হয়।
আগামী ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেন তিনি। এটিই ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর।
তেলসমৃদ্ধ সৌদি আরবের সাথে বড় ধরনের বাণিজ্যচুক্তি করার কথা আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো ও কিয়েভের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ।