শিরোনাম
◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৩:২০ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প, অন্তর্বর্তী দায়িত্বে রুবিও

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ওয়াল্টজের স্থলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছেন তিনি।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ট্রাম্পের ঘনিষ্ঠ সার্কেলে এটিই প্রথম বড় রদবদল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘তিনি (ওয়াল্টজ) আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে কঠোর পরিশ্রম করেছেন।’

এর আগে বৃহস্পতিবার রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছিল, ওয়াল্টজকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

মার্কো রুবিও এই পদে অন্তর্বর্তী দায়িত্ব পাওয়ার মানে হলো— ১৯৭০-এর দশকে হেনরি কিসিঞ্জারের পর এই প্রথম কেউ একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দুই গুরুত্বপূর্ণ পদে সামলাবেন।

এদিকে, দুটি সূত্রের বরাতে রয়টার্স এ-ও জানিয়েছে, ওয়াল্টজের পাশাপাশি তার ডেপুটি অ্যালেক্স ওং পদ ছেড়ে দিচ্ছেন।

৫১ বছর বয়সী ওয়াল্টজ ফ্লোরিডা থেকে নির্বাচিত সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা। ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হওয়ার ঘটনার পর বিতর্কিত হন তিনি। সূত্র : রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়