শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে চালকেরা তাদের সিএনজিচালিত অটোরিকশা দিয়ে মহাসড়ক ব্যারিকেড দেয়। এতে মহাসড়কে উভায় পাশে যানজট সৃষ্টি হয়। সেসময় অটোরিকশা চালকরা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ চালকদের সাথে কথা বলে। তারপর সবাই মহাসড়ক থেকে চলে যায়।

অটোরিকশা চালক নিলয় অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে চাঁদা দাবি করে পুলিশ। আমি চাঁদা না দিতে চাইলে মামলা দেয়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। টাকা না দিলেই বিভিন্ন ধারায় মামলা দেয় তারা। এজন্যই মহাসড়ক অবরোধ করা হয়।

অটোরিকশা চালক মাসুদ রানা বলেন, আমার সিএনজি আটকানোর পর ২০০ টাকা নিয়ে তারপর সিএনজি যেতে দিয়েছে। চালকরা সিএনজি চালাতে গেলে তাদের টাকা দিতেই হয়। সারাদিনে যা ভাড়া মারি অর্ধেক তারা নিয়ে নেয় কিভাবে চলবো।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। একটি সিএনজিকে মামলা দেওয়া হয়। যে কারণে তারা রেগে সিএনজি দিয়ে মহাসড়ক অবরোধ করে। 

জিল্লুর রহমান রয়েল  
  • সর্বশেষ
  • জনপ্রিয়