শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে চালকেরা তাদের সিএনজিচালিত অটোরিকশা দিয়ে মহাসড়ক ব্যারিকেড দেয়। এতে মহাসড়কে উভায় পাশে যানজট সৃষ্টি হয়। সেসময় অটোরিকশা চালকরা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ চালকদের সাথে কথা বলে। তারপর সবাই মহাসড়ক থেকে চলে যায়।

অটোরিকশা চালক নিলয় অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে চাঁদা দাবি করে পুলিশ। আমি চাঁদা না দিতে চাইলে মামলা দেয়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। টাকা না দিলেই বিভিন্ন ধারায় মামলা দেয় তারা। এজন্যই মহাসড়ক অবরোধ করা হয়।

অটোরিকশা চালক মাসুদ রানা বলেন, আমার সিএনজি আটকানোর পর ২০০ টাকা নিয়ে তারপর সিএনজি যেতে দিয়েছে। চালকরা সিএনজি চালাতে গেলে তাদের টাকা দিতেই হয়। সারাদিনে যা ভাড়া মারি অর্ধেক তারা নিয়ে নেয় কিভাবে চলবো।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। একটি সিএনজিকে মামলা দেওয়া হয়। যে কারণে তারা রেগে সিএনজি দিয়ে মহাসড়ক অবরোধ করে। 

জিল্লুর রহমান রয়েল  
  • সর্বশেষ
  • জনপ্রিয়