শিরোনাম
◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই পরিবারের ৭ সদস্য নিহত ইসরাইলের ড্রোনের আঘাতে

প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইল। নির্মম, বর্বর ও পৈশাচিক এই হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ ঝরে গেছে। খবর এএফপির।

গাজার একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উপত্যকাটির জাবালিয়া শহরে ইসরাইলের দুটি ড্রোন হামলায় একই পরিবারের সাত সদস্যের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার রাতে জাবালিয়া ছাড়াও গাজার আরও বিভিন্ন শহরে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে খান ইউনিস, বাইত লাহিয়া এবং শুজাইয়া এলাকাও রয়েছে।

ওই সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, রাতভর ইসরাইলের হামলায় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ১৬ জনকে হত্যা করেছে ইসরাইল। তাদের বেশিরভাই নারী ও শিশু। এতে ২৩ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, গাজার বাইত লাহিয়া শহরেও হামলায় সাতজন নিহত হয়েছেন। গাজার শুজাইয়া পাড়ায় বোমা হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

ইসরাইলের বিমান হামলায় বুধবার মোট ৩৭ জনের প্রাণ গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় অভিযানের নামে বর্বর হামলা চালাচ্ছে। হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজারেও বেশি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়