শিরোনাম
◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই ইরান নিয়ে সিদ্ধান্ত, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্ত নেওয়া যাবে বলে তিনি আশা করছেন।

শনিবার ওমানে দুই দেশের মধ্যে যে আলোচনা হয়েছে তাকে উভয় দেশের কর্মকর্তারাই ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ অ্যাখ্যা দিয়েছিলেন। তারা কয়েকদিনের মধ্যে ফের আলোচনায় বসতে সম্মত হওয়ার কথাও জানান।

এরপরই রোববার ট্রাম্পের এ মন্তব্য এল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইরান তার পরমাণু কর্মসূচি বাদ না দিলে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার তিনি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে তিনি বসেছেন এবং আশা করছেন দ্রুতই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

বিষয়টি সম্বন্ধে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী শনিবার ইতালির রোমে হতে যাচ্ছে।

শনিবার ওমানে যে আলোচনা হয়েছে তা ইরান ও ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা। ২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার প্রশাসনের সঙ্গে তেহরানের কোনো ধরনের আলোচনা হয়নি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওমানে ‘ফলপ্রসূ, শান্ত ও ইতিবাচক পরিবেশে’ আলোচনা হয়েছে।

শনিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘ঠিকঠাক মতোই’ চলছে।

“শেষ না হওয়া পর্যন্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এ নিয়ে কথা বলতে পছন্দ করি না, তবে সব ঠিকঠাক মতোই চলছে। ইরান সংক্রান্ত বিষয় মোটামুটি ভালোভাবেই এগুচ্ছে বলে আমি মনে করি,” বলেছিলেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়