শিরোনাম
◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, যা জানালেন চিকিৎসক

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে শুক্রবার প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্য পরীক্ষার পর হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়

ক্যাপ্টেন শন বারবাবেলার বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদ্‌যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক শারীরিক অবস্থা খুবই ভালো। তাঁর সক্রিয় জীবনযাপন এই সুস্থতায় বড় অবদান রাখছে।’

৭৮ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি, যিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে হোয়াইট হাউস ছাড়ার সময় তাঁর আগের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ছিল ৮২ বছর।

চিকিৎসক বারবাবেলা আরও জানান, ট্রাম্পের রক্ত, হৃদ্‌যন্ত্রের পরীক্ষা ও আলট্রাসনোগ্রাম করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মানসিক ও শারীরিকভাবে খুবই ভালো আছেন এবং কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত।’

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়