শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টুডেন্ট ভিসা বাতিল প্রক্রিয়া জোরদার যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত একমাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ভিসা এবং বসবাসের অনুমতি বাতিল করার প্রচেষ্টা জোরদার করেছে বলে এক বিশ্লেষণে জানিয়েছে ইনসাইড হায়ার এড।

শুক্রবার (১১ এপ্রিল) সংস্থাটির বরাতে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, পাঁচ দিনের ব্যবধানে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭টি স্টুডেন্ট ভিসা বাতিল করা হয়েছে। যদিও সমীক্ষা অনুসারে মোট সংখ্যাটি অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

উচ্চ শিক্ষা সম্প্রদায়ের জন্য সংবাদ, বিশ্লেষণ এবং সমাধান প্ল্যাটফর্ম ইনসাইড হায়ার এড দ্বারা প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, গত মাসে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের ভিসা এবং রেসিডেন্সি স্ট্যাটাস প্রত্যাহারের যে প্রচেষ্টা শুরু করেছেন তা ধীর হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

ভিসা বাতিলের কারণ: সংস্থাটির প্রকাশিত গবেষণায় দেখা গেছে, প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে "দ্রুত শত শত ছাত্র ভিসা বাতিল" করেছে। এর কারণ হিসেবে সংস্থাটি জানিয়েছে, ভিসা বাতিল ফিলিস্তিনের প্রতি সমর্থনের মতো বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন ছোটখাটো অপরাধ ও আটকের বিষয়গুলোর ওপর নির্ভর করে প্রত্যাহার হচ্ছে বিদেশি শিক্ষার্থীদের ভিসা।

একটি উদাহরণ দিয়ে সংস্থাটি বলেছে, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন কলাম্বিয়ান স্নাতক ছাত্রকে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য আটক করা হয়েছিল এবং বর্তমানে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। 

প্রতিবেদন বলছে, অনেক শিক্ষার্থী তাদের ভিসা প্রত্যাহারের বিষয়টি জানেন না। মূলত প্রশাসনের যাচাই-বাছাই শুরু করার ভয়ে ভিসা বাতিলের বিষয়টি প্রকাশ্যে আনা থেকে বিরত থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়