শিরোনাম
◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ‘পর্নোগ্রাফি শুট’ করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক

বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে প্রবেশ করে হোটেলে পর্নোগ্রাফি শুট করার অভিযোগে বাংলাদেশি এক তরুণীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে এই তিন জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২২ বছর বয়সী বাংলাদেশি তরুণী মীন আখতার এবং স্থানীয় দুই যুবক শফিকুল ও জাহাঙ্গীর রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়। শফিকুল ও জাহাঙ্গীর আসামের বাসিন্দা। তবে মীন আখতার বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, হোটেলে অশ্লীল ভিডিও তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং ধৃতদের হেফাজতে রেখেছে।

মীনের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ ভিসা বা পাসপোর্ট নেই। পুলিশের ধারণা, তিনি অবৈধ কাগজপত্র দেখিয়ে আসামে প্রবেশ করেন। এরপর শফিকুল ও জাহাঙ্গীরের সঙ্গে গুয়াহাটির একটি হোটেলে পর্নোগ্রাফির শুটিং শুরু করেন।

পুলিশ জানিয়েছে, মীন কীভাবে ও কেন ভারতে এসেছেন তা এখনও স্পষ্ট নয়। আটককৃতদের জেরা করে এই বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া তাদের সঙ্গে কোনও সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়