শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নদীতে ডুবল বাংলাদেশি জাহাজ

ছবি: আনন্দবাজার অনলাইনের সৌজন্যে

ভারতের ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় গঙ্গায় ডুবে গেছে বাংলাদেশি কার্গো জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, হুগলির বাঁশবেড়িয়ার কাছে ডুবে যাওয়া জাহাজটিকে তোলার জন্য শুরু হয়েছে উদ্ধারকাজ। তারপর জাহাজ মেরামত করে সেটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, ডুবন্ত জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের (বিটিপিএস) ছাইগাদা থেকে ছাই নিয়ে ফিরছিল বাংলাদেশের ওই কার্গো জাহাজ। সেখান থেকে দেশে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। আচমকা জাহাজে পানি ঢুকতে শুরু করে। এক দিকে কাত হয়ে পড়ে জাহাজটি। ক্রমে চালকের কেবিন বাদ দিয়ে গোটা জাহাজটিই ডুবে যায়।

জাহাজের কর্মীদের বরাতে ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দিনকয়েক আগে হঠাৎ জাহাজের তলায় শব্দ হয়। তার পরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এক দিকে হেলে পড়ে। তখনই বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। শুরু হয় জাহাজটিকে পানি থেকে তোলার প্রক্রিয়া। 

স্থানীয় সূত্রে জানা যায়, এখন পানি কমে যাওয়ায় জাহাজটির কিছু অংশ আবার ভেসে উঠেছে। তাই জাহাজের ভেতর থেকে ছাই বের করে এনে জাহাজের ওজন কমানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এ জন্য সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে আসা হয়েছে। চলছে উদ্ধারের কাজ। তাঁরাই জানাচ্ছেন, জাহাজের সব ছাই খালি করতে এখনও সপ্তাহখানেক লেগে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়