শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'বন্ধুদের দিয়ে আমাকে ধ.র্ষ.ণ করিয়ে সৌদিতে বসে সেই ভিডিও দেখে আমার স্বামী'

গত তিন বছর ধরে বন্ধুদের দিয়ে আমাকে ধর্ষণ করিয়ে সৌদিতে বসে সেই ভিডিও দেখে আমার স্বামী। এমন অভিযোগ করেছেন ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক নারী। তার স্বামী টাকার বিনিময়ে বন্ধুদের ধর্ষণ করতে দেয় তার স্ত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিযোগকারী নারীর বয়স ৩৫ বছর।

তিনি বর্তমানে একমাসের গর্ভবতী। ওই নারীকে ২০১০ সালে বিয়ে করেছিলেন তার স্বামী। তাদের সংসারে চার সন্তান আছে— দুই ছেলে (১৩ এবং ৩ বছরের), দুই মেয়ে (১১ এবং ৭ বছরের)। সৌদি আরবে তার স্বামী গাড়ির মেকানিক হিসেবে কাজ করেন।

বছরে দুইবার তিনি বাড়ি আসেন। 
অভিযোগ জানিয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ৩ বছর আগে একবার নিজের বন্ধুদের নিয়ে বাড়ি আসেন তার স্বামী। সেই সময় তাকে ধর্ষণ করতে 'অনুমতি' দেয় বন্ধুদের। তার স্বামীর দুজন বন্ধু এসেছিল।

দুজনেই বুলন্দশহরে তাদের এলাকাতেই থাকত।
এরপর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার। নির্যাতিতার স্বামী বিদেশে থাকাকালীনও সেই দুই ব্যক্তি তাদের বাড়ি আসত এবং তাকে ধর্ষণ করত। তাকে ধর্ষণের ভিডিও করে স্বামীকে পাঠিয়ে দিত তারা। এই নিয়ে যখন ওই নারী স্বামীর কাছে অভিযোগ জানান, তখন তিনি তাকে মুখ বন্ধ করে থাকতে বলেন।

ওই নারী বলেন, আমাকে ধর্ষণের বদলে তার বন্ধুরা তাকে টাকা দেয়। এতদিন ধরে আমি আমার সন্তানদের কথা ভেবে চুপ করে ছিলাম। আমার স্বামী আমাকে বিবাহবিচ্ছেদের ভয় দেখাত।

এই বিষয়ে বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়