শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি

দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি

এল আর বাদল: দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও কঠোর করা হয়েছে। বাইরের দিল্লি এলাকায় পরিচালিত এক তল্লাশি অভিযানে ১৭৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, এদের কেউই বৈধ নথি ছাড়াই সেখানে বসবাস করছিলেন। - ইন্ডিয়া টুডে

রোববার (২২ ডিসেম্বর) পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের ১২ ঘণ্টার এ যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অভিবাসীদের সনাক্ত করতে এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে বিশেষ ইউনিট ও জেলা ফরেন সেল গঠন করা হয়েছে। এলাকাভিত্তিক ডোর-টু-ডোর তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের সনাক্ত করা হয়েছে। 

তল্লাশি অভিযানের সময়, সংশ্লিষ্ট ব্যক্তিদের নথি নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ দলগুলিকে সন্দেহভাজনদের জন্মস্থানে পাঠানো হয়েছে। তাদের কাগজপত্র যাচাই করে দেখা হয়েছে বৈধ নথি নেই। এই পর্যায়ে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। 

পুলিশের উপকমিশনার (দক্ষিণ-পূর্ব) রবি কুমার সিং সে সময় বলেছিলেন, অভিযানে এক হাজার জনেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে শনাক্ত এবং কালিন্দি কুঞ্জ ও হযরত নিজামউদ্দিন এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এসব ব্যক্তি বৈধ কাগজপত্র ছাড়াই দিল্লিতে অবস্থান করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আব্দুল আহাদ (২২) ও মোহাম্মদ আজিজুল (৩২)।

দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন দিল্লির স্কুলগুলোতে কোনো অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশু পড়ালেখা করছে কি না, সেটি চিহ্নিত করার আদেশ জারি করেছে।

জিজ্ঞাসাবাদে আহাদ জানিয়েছেন, তার বাড়ি সিলেট। তিনি কাজের সন্ধানে বাংলাদেশি এজেন্টের সহায়তায় গত ৬ ডিসেম্বর দিল্লিতে পৌঁছেছেন।

অন্যদিকে আজিজুলের বাড়ি ঢাকা। তিনি ২০০৪ সালে বেনাপোল সীমান্ত দিয়ে প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন বলে স্বীকার করেছেন। এরপর থেকে তিনি ভারতে বসবাস করে আসছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়