শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৮ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দেশ, এক ভোট’ বিল পেশ ভারতের পার্লামেন্টে , বিরোধীদের তীব্র আপত্তি

ভারতের কেন্দ্রীয় সরকার বহুল আলোচিত ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকরের জন্য দুটি বিল লোকসভায় উত্থাপন করেছে ক্ষমতাসীন বিজেপি। আজ মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও সংবিধান সংশোধন বিলসহ দুটি প্রস্তাব উত্থাপন করেন। বিলটির পক্ষে ২৬৯ জন সংসদ সদস্য ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ১৯৮টি।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিলকে গণতান্ত্রিক সংস্কার হিসেবে দাবি করা হচ্ছে। তবে বিরোধীরা এটিকে ‘অসাংবিধানিক’ এবং ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিল পেশের পর, এ নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়েছে। কারণ বিরোধীদের মতে, এই বিল ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত।

পেশ করা দুটি বিলের একটি সংবিধানের ১২৯ তম সংশোধনী এবং অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী বিল। এই বিল কার্যকর হলে লোকসভা, বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েতের নির্বাচন একই সঙ্গে করা যাবে। সরকারের যুক্তি, এভাবে একাধিকবার ভোট পরিচালনার জন্য যে বিপুল অর্থ ব্যয় হয় এবং উন্নয়নমূলক কার্যক্রম থেমে থাকে, তা রোধ করা সম্ভব হবে।

তবে বিলটি পাস হওয়ার ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হলো দুই কক্ষে দুই–তৃতীয়াংশ সদস্যের সমর্থন পাওয়া। পাশাপাশি ভারতের ৫০ শতাংশ রাজ্যের অনুমোদনও প্রয়োজন। তবে বিজেপি আশাবাদী, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে এই বিলকে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

বিরোধী দলগুলো এই বিলকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের অভিযোগ, এই নীতির মাধ্যমে বিজেপি দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সংসদ প্রাঙ্গণে কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী সাংবাদিকদের বলেন, ‘এই বিল অসাংবিধানিক। এটি আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। আমরা এর তীব্র বিরোধিতা করছি।’

কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘বিরোধী দলগুলোর আপত্তির বাইরে এটি জনগণের অধিকার হরণের প্রশ্নও তুলে ধরে। এই বিল জনগণকে তাদের গণতান্ত্রিক ম্যান্ডেট থেকে বঞ্চিত করবে।’

বিলটি পাস হলেও এর পুরোপুরি বাস্তবায়ন ২০৩৪ সালের আগে সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে এই নতুন পদ্ধতির প্রস্তুতি শুরু হবে।

বিজেপি দীর্ঘদিন ধরে এই নীতির পক্ষে। লালকৃষ্ণ আদভানি থেকে শুরু করে নরেন্দ্র মোদি পর্যন্ত দলটির নেতৃত্ব এই সংস্কারের পক্ষে সরব। বিশ্লেষকেরা মনে করছেন, মোদি সরকারের এই উদ্যোগ মূলত ভোটের মাঠে দলীয় রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ তৈরি করা।

এই বিল নিয়ে দেশব্যাপী আলোচনা ও বিরোধিতা চলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে বিজেপি তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণে কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়