শিরোনাম
◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৪, ১২:২৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উর্দু নয়, পাকিস্তানে সবচেয়ে বেশি কথা হয় যে ভাষায়

পাকিস্তনে উর্দু নয়, বরং পাঞ্জাবি ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলেন।শীর্ষ তিনেই নেই দেশটির রাষ্ট্রভাষা উর্দু। পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিসটিকস এর বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। 

পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানের ৩৭ শতাংশ মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে। দ্বিতীয় সর্বোচ্চ কথ্য ভাষা পাশতো। আর তৃতীয় স্থানে রয়েছে সিদ্ধি। মাত্র ৯ শতাংশ মানুষ পাকিস্তানে উর্দুতে কথা বলে।

এর আগে ২০১৭ সালে উর্দু ভাষাভাষীর সংখ্যা ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। আর ২০২৩ সালের হিসাবে তা ৯ দশমিক ২৫ শতাংশ। সবচেয়ে বেশি পাকিস্তানি উর্দুতে কথা বলেন সিন্ধ এলাকায়। সেখানে ১৫.৭২ শতাংশ পাকিস্তানি প্রথম ভাষা হিসেবে উর্দু ব্যবহার করে থাকেন। এরপরই সবচেয়ে বেশি উর্দু ব্যবহৃত হয় রাজধানী ইসলামাবাদে। 

সবচেয়ে বেশি ৩৬.৯৮ শতাংশ পাকিস্তানি কথা বলেন পাঞ্জাবি ভাষায়। পাঞ্জাবে ৬৭ শতাংশ মানুষের প্রথম ভাষাই পাঞ্জাবি। এরপর ইসলামাবাদের সবচেয়ে বেশি এই ভাষা ব্যবহৃত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়