শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাম্বিয়ায় পলাতক স্বৈরশাসকের সহযোগী সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাশিদ রিয়াজঃ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার সেনাবাহিনী গতকাল শনিবার জানিয়েছে, তারা দেশটির সাবেক একজন ব্রিগেডিয়ার জেনারেলকে গ্রেপ্তার করেছে। সাবেক এই পদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গাম্বিয়ার সাবেক স্বৈরশাসক ইয়াহিয়া জামেহর আমলে চালু থাকা ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন।

সাবেক এই সেনা কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলি। ‘জঙ্গলার্স’ নামে এক প্যারামিলিটারি ইউনিটের সঙ্গে সম্পৃক্ততা ছিল তাঁর। এই ইউনিটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো।

এক বিবৃতিতে গাম্বিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, গত শুক্রবার মধ্যরাতে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলি রাজধানী বানজুলের কাছে উনদুম ব্যারাকে জিএএফ সামরিক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বানজুলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বোরা কোলির বাসভবনের চারপাশে নজরদারি অভিযান চালায় গোয়েন্দারা। এখন তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে বোরা কোলি সামরিক পুলিশকে সহায়তা করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইয়াহিয়া জামেহ ২২ বছর গাম্বিয়া শাসন করেছেন। ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি বিরোধী নেতা আদামা বোরোর কাছে হেরে যান। তবে ক্ষমতা ছাড়তে গরিমসি করেছিলেন।

পরের বছরের জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে নিরক্ষীয় গিনিতে চলে যান ইয়াহিয়া। সেখান থেকে ক্ষমতা ছাড়েন এ নেতা। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়