শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-কমলার মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

রাশিদ রিয়াজঃ যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

এদিকে ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ৪ ও ২৫ সেপ্টেম্বর কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেছেন, ‘অবশেষে ট্রাম্প রাজি হওয়ার’ পর তাঁর সঙ্গে ১০ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কমলা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আরও বিতর্কে অংশ নিতে রাজি আছেন। তবে কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা এ কথা পুনর্ব্যক্ত করেন যে ৪ সেপ্টেম্বর ফক্স বিতর্কের বিষয়টি এখনো তাঁদের টেবিলের বাইরে রয়েছে।

ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কমলা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আরও বিতর্কে অংশ নিতে রাজি আছেন। তবে কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা এ কথা পুনর্ব্যক্ত করেন যে আগামী ৪ সেপ্টেম্বর ফক্স বিতর্কের বিষয়টি এখনো তাঁদের টেবিলের বাইরে রয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, এবিসিতে ১০ সেপ্টেম্বরের বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণ করার ওপর তাঁর সঙ্গে ভবিষ্যৎ বিতর্কে বসার বিষয়টি নির্ভর করছে। অবশ্য কমলার প্রচার শিবির এরই মধ্যে ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছে।

ইতিপূর্বে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, এবিসির বিতর্কে তিনি অংশ না নিতে পারেন। তাঁর এ বক্তব্যের আগে কমলা ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষিক্ত হন। ১০ সেপ্টেম্বর জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবিসিতে ওই বিতর্ক হওয়ার কথা ছিল। গত ২৭ জুন এ দুজন সিএনএনে তাঁদের প্রথম বিতর্কে অংশ নিয়েছিলেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার ইপসোসের প্রকাশ করা একটি জরিপে দেখা গেছে, জুলাইয়ের শেষ দিক থেকে কমলা জনসমর্থনের দিক থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। জরিপের ফলাফল অনুযায়ী, কমলার প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ ভোটারের, আর ট্রাম্পের পক্ষে সমর্থন রয়েছে ৩৭ শতাংশের। এর আগে ২২-২৩ জুলাই রয়টার্স/ ইপসোসের জরিপে দুজনের মধ্যে সমর্থনের এ হার ছিল যথাক্রমে ৩৭ ও ৩৪ শতাংশ।

গত মঙ্গলবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেন কমলা হ্যারিস। এ ঘটনার পর গতকালই প্রথম পাম বিচে সংবাদ সম্মেলন করার মাধ্যমে জনসমক্ষে প্রথম উপস্থিত হলেন ট্রাম্প।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়