শিরোনাম
◈ বাংলাদেশের খেলা দে‌খে মুগ্ধ নেদারল‌্যান্ডস কোচ নিকার্ক ◈ কিম জং–উন এর সবুজ ট্রেনে, কী নেই বুলেটপ্রুফ ট্রেনটিতে! জানুন এর বৈশিষ্ট্য (ভিডিও) ◈ আন্দোলন দমাতে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা: সাবেক আইজিপি মামুন ◈ ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুতে অনিশ্চয়তা, চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের গড়িমসি ◈ নগরবাসীর জন্য ডিএনসিসির সতর্কবার্তা ◈ এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির: শামীম পাটোয়ারী (ভিডিও) ◈ নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ; নিহত ১ ◈ চিনি কমালেই ওজন নিয়ন্ত্রণ, ত্বক উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ◈ এসসিও ঘোষণাপত্রে ইরানের বিরুদ্ধে আ‌মে‌রিকা ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৩:২৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাব হয় যে কারণে

অনেকেই প্রস্রাবের জ্বালাপোড়ায় ভোগেন। ঘনঘন প্রস্রাব করেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে কেউ কেউ ফার্মেসি থেকে ওষুধ খান। আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে জানব।

প্রস্রাবে জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাব হওয়ার কারণ এবং করণীয় সম্পর্কে বলেছেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ। 

অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ বলেন, প্রস্রাবে জ্বালাপোড়া খুব কমন বা সাধারণ প্রবলেম। আমার ধারণা, প্রত্যেকেই হয়তো তাদের জীবনে এক-দুবার ফেস করেছেন। প্রস্রাবে জ্বালাপোড়া হলেই যে ইনফেকশন, এটা কিন্তু না। একটা ধারণা আছে যে প্রস্রাবে জ্বালাপোড়া হলেই ইনফেকশন হয়। ইনফেকশন ছাড়াও অনেক কারণে জ্বালাপোড়া হতে পারে।

অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ আরও বলেন, প্রস্রাবে জ্বালাপোড়া হলে প্রথমে যে জিনিসটি বলব, আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না। আগে পরীক্ষা করতে হবে, রুটিন এক্সামিনেশন করতে হয়। তার পর প্রয়োজন হলে কালচার করতে হবে। তার পরে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। তার আগে অ্যান্টিবায়োটিক শুরু করা ঠিক হবে না।

প্রস্রাবে জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাব হয় যে কারণে 

অধ্যাপক ডা. মো. আফজার উদ্দীন শেখ আরও বলেন, ইনফেকশন ছাড়াও অনেক কারণে জ্বালাপোড়া হয় এবং এগুলো খুব কমন, বিশেষ করে ইয়াং ছেলেদের প্রস্টিটাইটিস হলে জ্বালাপোড়া হয়। মেয়েদের সিস্টাইটিস হয় অনেক সময়। প্রস্রাবের থলির টিউমারের কারণে হতে পারে। স্টোন হলে অনেক সময় হয়। কী কারণে হয়েছে, এটা জেনে তার পরে চিকিৎসা শুরু করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়