শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ নিজ জেলা চট্টগ্রামে আজ প্রথম সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস ◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০২:২২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদের জন্য রাতে দুধ খাওয়া চরম বিপদজনক?

অনেকেই মনে করেন, রাতে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে চিকিৎসকদের মতে, কিছু কিছু মানুষের জন্য এটি হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। বিশেষ করে যারা নির্দিষ্ট শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের রাতে দুধ খাওয়ার আগে সাবধান হওয়া জরুরি।

কারা রাতে দুধ খাওয়া এড়িয়ে চলবেন?

১. হজমজনিত সমস্যা রয়েছে যাদের: গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা বদহজমে যারা ভোগেন, রাতে দুধ খেলে তাঁদের সমস্যাগুলো আরও বেড়ে যেতে পারে। কারণ, দুধ হজমে সময় নেয় এবং এতে থাকা ল্যাকটোজ অনেকের জন্য পেট ফোলাভাব বা গ্যাসের কারণ হয়।

২. ল্যাকটোজ ইন্টলারেন্ট ব্যক্তিরা: ল্যাকটোজ নামক একটি চিনি হজম করতে অক্ষম যারা, তাদের শরীরে দুধের প্রতিক্রিয়া হয় ডায়রিয়া, বমি বমি ভাব বা পেট ব্যথা হিসেবে। রাতের দুধ আরও সমস্যা বাড়াতে পারে।

৩. শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীরা: দুধে উপস্থিত কিছু প্রোটিন শরীরে শ্লেষ্মা তৈরিতে সহায়তা করে। ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগীদের ক্ষেত্রে রাতের দুধ তাদের অবস্থাকে আরও জটিল করে তুলতে পারে।

৪. ওজন কমাতে চান যারা: দুধে প্রাকৃতিক চিনি ও ফ্যাট থাকে। রাতে খেলে তা হজমে সময় নেয় এবং ঘুমের সময় ফ্যাট জমার সম্ভাবনা বাড়ায়।

৫. চর্মরোগে আক্রান্ত ব্যক্তিরা: কিছু গবেষণায় দেখা গেছে, দুধ বা দুগ্ধজাত খাবার কিছু মানুষের ত্বকে ব্রণের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে রাতে খাওয়ার ফলে হরমোনাল ভারসাম্যে ব্যাঘাত ঘটতে পারে।

কাদের জন্য দুধ উপকারী?

যারা এসব সমস্যায় ভুগছেন না, তাদের জন্য ঘুমের আগে এক গ্লাস কুসুম গরম দুধ ঘুম ভালো করতে সহায়তা করে। এতে ট্রিপটোফ্যান ও মেলাটোনিন থাকে, যা ঘুম আনতে সাহায্য করে।

বিশেষ সতর্কতা: যেকোনো খাদ্যাভ্যাসে পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। উৎস: নিউজা24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়