শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জের 'হামহাম' জলপ্রপাতের পথে দুর্ভোগ, পর্যটকদের আনাগোনা বাড়লেও ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দির সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক জলপ্রপাত ‘হামহাম’। স্থানীয় বাসিন্দারা একে হামহাম ঝর্ণা বলেও ডাকে। প্রায় ১৪টি পাহাড় ও পাথরের ছোট-বড় ছড়া পেরিয়ে এ ঝর্ণার কাছে পৌঁছাতে হয় পর্যটকদের। হামহাম জলপ্রপাতের প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে বর্ষার সময়। তবে জলপ্রপাতে পৌঁছাতে বেশ দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। তাই এ রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

হামহাম জলপ্রপাত, ১৭০ ফুট পাহাড়ের উপর থেকে স্বচ্ছ পানি আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। আর এ মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা।

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত ‘হামহাম জলপ্রপাত’। এর পশ্চিমদিকে চা বাগান, পূর্ব-দক্ষিণে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। আর প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে পৌঁছাতে হয় এ জলপরীর আঙ্গিনায়।

যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় চোখে পড়বে সারি সারি কলাগাছ, জারুল, সেগুন, কদম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া সবুজ ঘন বন আর নিস্তব্ধতায় নানা প্রজাতির বন্যপ্রাণী আর পাখ-পাখালির হাঁকডাকও শুনতে পাওয়া যায়। পর্যটকদের মুগ্ধ করতে সবুজ প্রকৃতির মাঝে এক অপরুপ ঝর্ণা ‘হামহাম জলপ্রপাত’।

পর্যটকরা জানান, সেখানে পৌঁছতে কিছুটা বেগ পেতে হলেও, পৌঁছানোর পর সেখানকার দৃশ্য তাদের মুগ্ধ করেছে।

কমলগঞ্জ থেকে জিপ গাড়িতে যেতে হয় চাপ্পারায় চা বাগানের কলাবাগান এলাকায়। সেখান থেকে পায়ে হাঁটার দুই ঘণ্টার রাস্তা গেলেই পৌঁছানো যায় হামহাম জলপ্রপাতে।

এলাকাবাসীরা জানান, বর্ষাকালে সেখানে পর্যটকদের আনাগোনা বাড়ে। এখানে পর্যটকদের আনাগোনায় তাদের জীবিকা চলে বলেও জানান তারা। এদিকে পর্যটকদের নিরাপত্তাসহ রাস্তা সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘আমাদের ভ্রমণপিপাসু পর্যটকরা প্রায়ই এখানে আসেন। পর্যটন স্পটে যাওয়ার পথে রাস্তায় দুর্ভোগের শিকার হন, বিষয়টি আমরা অবগত আছি। সেখানে যাওয়ার যে রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে আগেই সম্পন্ন করা হয়েছিল। এখন কিছু সংস্কার কাজ প্রয়োজন হবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে হামহাম জলপ্রপাতের সন্ধান মিললেও পর্যটক আনাগোনা শুরু হয় ২০১০ সাল থেকে।

সূত্র: এখন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়